কুড়ুলগাছির বুইচিতলায় রান্না করতে গিয়ে ঘটলো বিপত্তি : অগ্নিকাণ্ডে বসতঘর নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়লগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের স্কুলপাড়ায় গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে বসতবাড়িসহ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।

জানা গেছে, কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী আকলিমা খতুন প্রতিদিনের ন্যায় দুপুরের রান্না করতে গেলে অসাবধানতা বশত রান্না ঘরে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে, মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী  বসতঘরে আগুন ধরে যায় মুহূর্তেই ঘরবাড়ি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা  করলেও তা সম্ভাব হয়ে উঠেনি। লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার পূর্বে রান্না ও বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ইসমাইলের রাত কাটবে এখন খোলা আকাশের নিচে। খবর  পেয়ে কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ এনামুল করিম ইনু ছুটে যান অসহায় ইসমাইলের পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ান। এ সময়  তিনি ১৫ কেজি চাল, লুঙ্গি, শাড়ি, তেল ও হাটবাজার করে দেন এবং নগদ টাকা দেন চিকিৎসার জন্য এবং বলেন আমি সব সময় আপনাদের পাশে আছি থাকবো। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদ প্রশাসকের কাছে সাহায্য চেয়েছেন এলাকাবাসী।