স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার দোসস্তবাজারের হোটেলব্যবসায়ী লিটনের বিরুদ্ধে প্রেমসম্পর্ক করে যুবতীর দেহভোগের পর বিয়ে না করে তালবাহানা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছে, লিটনের সন্তান এখন যুবতীর পেটে। বিয়ের প্রতিশ্রুতিতে মেলামেশার কারণে যুবতী বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
প্রেমে প্রতারিত যুবতী দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের ভ্যানচালকের মেয়ে। যুবতী বলেছে, আমি বর্তমানে ৫ মাসের অন্তঃস্বত্ত্বা। অথচ বিয়ে না করে কৌশলে ঘুরছে লিটন। প্রেমের নামে প্রতারণার শিকার যুবতীসহ তার লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, চুয়াডাঙ্গা জেলা সদরের নবগঠিত নেহালপুর ইউনিয়নের দোস্তবাজারপাড়ার লিটন-মিঠু মিস্টান্নভাণ্ডার ব্যবসায়ী ফজলুর ছেলে লিটন দেড় বছর আগে মোবাইলফোনের মাধ্যমে প্রেমসম্পর্ক গড়েতোলে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামের ভ্যানচালকের যুবতী মেয়ের সাথে। সম্পর্ক ঘনিষ্ট হলে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে লিটন একাধিকবার তার দেহভোগ করে। একপর্যায় সে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে।
ওই যুবতী জানায়, সুযোগ বুঝে প্রায় লিটন তাদের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় নিয়েগিয়ে তার সাথে স্বামী স্ত্রীর মতো সময় কাটাতো। অবৈধ্য দৈহিক মিলনের ব্যবাপারে আপত্তি জানালে লিটন বলতো তোমার আমার সম্পর্কের বিষয়টি বাবা-মা জানে কোনো সমস্যা নেই। কিন্তু আমার অন্তঃস্বত্ত্বার বিষয়টি তাকে জানালে বিয়ে করার ব্যাপারে টালবাহানা শুরু করে। এদিকে যুবতীর পরিবারের লোকজন বৃহস্প্রতিবার লিটনদের বাড়িতে বিষয়টি জানাতে গেলে বেকে বসে লিটনের পিতা ফজলু।
এদিকে অভিযুক্ত লিটন গতকাল শুক্রবার বিকেলে মোবাইলফোনের মাধ্যমে যুবতীকে দর্শনা বাসস্ট্যান্ডে আসতে বলে। তাকে দুরে কোথাও নিয়ে বিয়ে করবে। লিটন পরিবারের লোকজনের কথা মতো যুবতীর গর্ভের সন্তান নষ্ট এবং প্রহসনের বিয়ে করতেই নতুন নাটক এটেছে বলে তার নিকট আত্মীয়রা জানায়।
এদিকে এলাকাবাসী জানায়, লিটন এর আগে কুন্দিপুর গ্রামে এহন একটি ঘটনা ঘটালে লোক লজ্জার ভয়ে পরিবারটি গ্রামছেড়ে ঢাকায় চলে যায়। ফলে এবার লিটনের উচিৎ শিক্ষা হওয়া দরকার বলে অনেকেই মন্তব্য করে।