জীবননগরের উথলীতে দ্রুতগামী আলমসাধুর ধাক্কা

 

বাইসাইকেল আরোহী যদুপুরের বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার: আলমসাধুর ধাক্কায় বাইসাইকেল আরোহী বৃদ্ধ রইছ উদ্দিন নিহত হয়েছেন। জীবননগরের উথলী বাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ রইছ উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের মৃত বাবু উদ্দিনের ছেলে। তিনি জীবননগরের সিংনগর থেকে বাড়ি ফিরছিলেন।

জানা গেছে, বৃদ্ধ রইছ উদ্দিন (৭৫) আত্মীয় বাড়ি সিংনগরে যান গতকাল বৃহস্পতিবার। তিনি বেলা ২টার দিকে নিজগ্রাম যদুপুরে ফেরার উদ্দেশে বাইসাইকেলে রওনা দেন। উথলী বাজারের নিকটবর্তী স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি আলমসাধু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রইছ উদ্দিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় বিকেলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যার পর তাকে সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত আলমসাধু চালকের পরিচয় পাওয়া যায়নি। এদিকে গতরাতেই রইছ উদ্দিনের লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা।