পাঁচ বছর পর আর মাত্র একদিন পরেই দেশে ফেরার কথা ছিলো তার
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা গবরগাড়ার প্রবাসী আবদুল কাদের শিকদার। আর মাত্র একদিন পরেই তিনি বাড়িতে ফিরে আসতেন মেয়ের বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সমস্ত আয়োজন ম্লান করে দিলো একটি সড়ক দুর্ঘটনা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গবরগাড়া গ্রামের আবদুল খালেক শিকদারের ছেলে আবদুল কাদের শিকদার বছর পাঁচেক আগে কাজের সন্ধানে সৌদি আরবে যান। আর কদিন বাদেই মেয়ে বিয়ে। তাই তিনি মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আগামী শনিবার তার দেশে ফেরার কথা ছিলো। এরই মধ্যে গত মঙ্গলবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার বিকেলে গবরগাড়ায় এ খবর পৌঁছুলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। পারিবারিকসূত্রে জানা গেছে, আবদুল কাদের শিকদারের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।