মেহেরপুর সদরের ৪ ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

 

মেহেরপুর অফিস: ৩য় দফায় মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. কবিরউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামছুল আলম (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালেহ আজিজ টনিক বিশ্বাস (আনারস)। আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু (নৌকা) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা (আনারস), স্বতন্ত্রপ্রার্থী মো. শফিকুল ইসলাম (মোটরসাইকেল), মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি (ঘোড়া) ও আশরাফ আলী (চশমা)। বুড়িপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল (চশমা), বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. সাইদুর রাজ্জাক ওরফে সাদ্দাম (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাজামাল (নৌকা)। এছাড়া কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইদ্রিস আলী মাস্টার (নৌকা), বিএনপির শহিদুল আলম (ধানের শীষ)।