বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন : বেলু সভাপতি রবিউল সাধারণ সম্পাদক ও পলাশ সিনিয়র সহসভাপতি

 

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত ২ এপ্রিল সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটের আহ্বানে সাড়া দিয়ে জেলার সকল সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বার্ষিক এ কমিটি গঠিত হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ডা. রাসেদুজ্জামান পলাশ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. আক্তারুজ্জামান জোয়ার্দ্দারসহ জেলা শাখার আরেকজন উপদেষ্টা বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ডা. মঞ্জুরুল ইসলাম বেলু ও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডা. হারুন অর রশিদ পলাশ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. রবিউল ইসলাম। ৩ সহসভাপতি হলেন ডা. কানাই লাল দাস, ডা. সফিকুর রহমান ও ডা. শহিদুল ইসলাম। এছাড়া ডা. নাজমুল হক সহসাধারণ সম্পাদক, ডা. রোকনুজ্জামান সাংগঠনিক সম্পাদক, ডা. তোফাজ্জেল হক সহসাংগঠনিক সম্পাদক, ডা. মোখলেছুর রহমান অর্থ সম্পাদক. ডা. রাশেদুজ্জামান রিপন সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক, ডা. ফরিদা ইয়াসমিন সুইট মহিলা সম্পাদক, ডা. রাশেদ আহাম্মেদ রন্টু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ডা. আবুল কালাম আজাদ দফতর সম্পাদক, ডা. জামাল উদ্দীন প্রচার সম্পাদক, ডা. জাহাঙ্গীর আলম তথ্য ও গবেষণা সম্পাদক ও ডা. শামীম আহাম্মেদ ধর্মীয় সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত ৪ সদস্য হলেন ডা. আক্তারুজ্জামান জোয়ার্দ্দার, ডা. রওশন আমীন রতন, ডা. শাহানাজ বিন-তাজ নাজু ও ডা. ওয়াসিম আলী। ডা. আক্তারুজ্জামান জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।