বিষপানে যুবকের আত্মহত্যা : লাশ নিয়ে পলায়ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক যুবকের লাশ নিয়ে পালিয়েছে তার লোকজন। বিষপানে আত্মহত্যা করা এই যুবকের লাশ নিয়ে কৌশলে সটকে যায় তার স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক মৃত ঘোষণা করলেও জীবিত আছে দাবি করে যুবকের মৃতদেহ নিয়ে গেছে তার লোকজন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এঘটনা ঘটে।

জানা গেছে, গতরাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনা হয় হাবিবুর রহমান (২২) নামে এক যুবককে। জরুরি বিভাগের চিকিৎসক রাজিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কিছুক্ষণ আগেই মারা গেছে। রোগীর লোকজন মানতে নারাজ। হাবিবুরের সাথে থাকা লোকজন তাকে দ্রুত নেন পুরুষ মেডিসিন ওয়ার্ডে। সেখানেও মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবুল হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে রোগীর লোকজন যশোরে নেয়ার নাম করে হাবিবুরের লাশ নিয়ে পালিয়ে যায়। নিহত হাবিবুর রহমান ঝিনাইদহ মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। তবে বিষপানের কারণ জানা সম্ভব হয়নি।