মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

 

মাথাভাঙ্গা মনিটর: বেশ কিছুদিন ধরেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কর ফাঁকির বিষয়টি নিয়ে আলোচনা চলছিলো। এবার জানা গেল পানামার একটি আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে। মোস্যাক ফনসেকা নামক ওই প্রতিষ্ঠানটির ফাঁস হওয়া নথিতে পৃথিবীর অনেক সুপরিচিত ব্যক্তির কর ফাঁকির তথ্য বেরিয়ে এসেছে। সেই তালিকায় রয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির নামও। তথ্যানুযায়ী মেসি ও তার বাবা হোর্হে হোরাসির ‘মেগা স্টার এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে। এ ব্যাপারেই পাওয়া গেছে স্বচ্ছতার অভাব। ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, উরুগুয়ে এবং বেলিজের মতো কিছু দেশে প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে মেসির ছবি-স্বত্ব বিক্রি হয়েছে। তবে এর সাথে তার নাম সরাসরি জড়ানো হয়নি।

ইতোমধ্যে কর ফাঁকির মামলায় স্পেনের আদালতে আর্জেন্টাইন অধিনায়ক ও তার বাবার বিচার চলছে। মেসির পক্ষ থেকে বলা হয়েছে, মূল সমস্যাটা সৃষ্টি করেছেন তার এক আর্থিক উপদেষ্টা। সে কারণেই এর আগেও হোরাসিকে ৫০ লাখ ইউরো জরিমানা গুণতে হয়েছে।