স্বপ্ন দেখতাম শাহরুখের সঙ্গে কাজ করার: সানি লিওন

বিনোদন প্রতিবেদক: শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার কাছে স্বপ্নের মতো। আর সেই কাজটাই করতে গিয়ে নাকি বোকার মতো আচরণ করেছিলেন এক সময়ের পর্নো তারকা আর এ সময়ের আলোচিত অভিনেত্রী সানি লিওন! শাহরুখের আসন্ন ছবি ‘রইস’-এ একটি আইটেম গানে দেখা যাবে সানিকে। সে প্রসঙ্গে সানি বলেছেন, ‘প্রতি রাতে স্বপ্নটা দেখতাম শাহরুখের সঙ্গে কাজ করার আর সেটাই এখন পূরণ হল।’ নায়িকা বলেন, ‘ওনার (শাহরুখ) সঙ্গে কাজ করতে গিয়ে এতটাই আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম যে মেকআপ করতে করতে চোখে জল এসে গিয়েছিল।’ ‘শাহরুখ ভীষণ ভাল মানুষ এবং প্রফেশনাল। আর আমি এতটাই বোকা যে ওনার সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম’ বলেন সানি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a comment