ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামে চাঁদার দাবিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৯ মার্চ রাতে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, গ্রামের হাফেজিয়া মাদরাসাপাড়ায় মধ্য রাতে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় মাদরাসার পাশে পাঁকা রাস্তার ওপর দুটি বোমা বিস্ফোরণ ঘটায়। পরে পাশে দু কৃষকরে বাড়িতে হানা দিয়ে চাঁদা দাবি করে।
স্থানীয় বাজার গোপালপুর ক্যাম্প ইনচার্জ মোতলেবুর রহমান বলেন, ভোটের ডিউটিতে আমি বাইরে ছিলাম। ঘটনাটি আমার জানা নেই। খোঁজ খবর নিচ্ছেন বলে তিনি জানান। এ ঘটনায় গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।