আলমডাঙ্গার সোনাতনপুর মাদারহুদা সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের চেষ্টা: গ্রামবাসীর মাঠ ঘেরাও

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের সোনাতনপুর-মাদারহুদা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছে একদল ছিনতাইকারী। বাড়াদী গ্রামের মনা ফকির ও মাদারহুদা গ্রামের পল্লি পশু চিকিৎসক তৈমুর ছিনতাইকারীদের কবলে পড়েন। তৈমুর মোটরসাইকেল নিয়ে গাছের ব্যারিকেড টপকে গ্রামে পৌঁছে খবর দিলে মাদারহুদা ও সোনাতনপুর গ্রামবাসী সংবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মাঠ ঘেরাও করে।

ছিনতাইয়ের কবলে পড়া মাদারহুদা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে পল্লি চিকিৎসক তৈমুর আহমেদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে সোনাতনপুর-মাদারহুদা সড়কের ভোলারচারা নামক স্থানে সড়কের ওপর চিকন একটি গাছ পড়ে থাকতে দেখি। দ্রুত মোটরসাইকেল জাম্প করিয়ে গাছ টপকে গেলে সড়কের দু পাশ থেকে মুখ বাঁধা দু ছিনতাইকারী লাঠিয়ে দিয়ে পিঠে ও ঘাড়ে আঘাত করে। টাল সামলে দ্রুত গ্রামে চলে আসি। ছিনতাইকারীদের পরনে লুঙ্গি উল্টে পরা ও গামছা দিয়ে মুখ বাঁধা ছিলো। বিষয়টা মাদারহুদা ও সোনাতনপুর জানাজানি হলে ২ গ্রামবাসী সংঙ্গবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে দু দিক থেকে মাঠ ঘেরাও করে। অপরদিকে বাড়াদী গ্রামের রমজানের ছেলে মনা ফকির একই ছিনতাইকারীদের কবলে পড়েন বলে এলাকা সূত্র জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাইকারী দল সড়কের পাশের মাদারহুদা গ্রামের তাহেরের ইপিলইপিল গাছ কেটে সড়কে ব্যারিকেড দেয়। এছাড়া গাছের বাগানের পাশের ভুট্টা ক্ষেতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি সপিং ব্যাগ ও খাবারের কাগজের ঠোঙাসহ আপেলের সুরক্ষার ফোম পড়ে থাকতে দেখা যায়। ছিনতাইকারীদের কাটা গাছটি বাগানমালিক তাহের সকালে বাড়িতে নিয়ে যান।