কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউপি মেম্বার আবু সিদ্দিক (৪৮) কতৃক চেয়ারম্যান সরফরাজ উদ্দীনকে (৫৫) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১টার দিকে কুড়ুলগাছির চণ্ডিপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকালই চেয়ারম্যান সরফরাজ উদ্দীন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি দৈনিক মাথাভাঙ্গাকে জানান। এ বিষয়ে কুড়ুলগাছি ইউপি মেম্বার আবু সিদ্দিকের সাথে মুঠোফোনে কথা বললে তিনি লাঞ্ছিতের ঘটনা অস্বীকার করে বলেন বিষয়টি নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে মাত্র। চেয়ারম্যান সাহেব মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।