চুয়াডাঙ্গার ৪টি ইউপির নবনির্বাচিতদের ব্যস্ততা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়নের নবনির্বাচিতরা ব্যস্ত সময় পার করেছেন। গতকাল শুক্রবার সকাল থেকে গভীররাত পর্যন্ত নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, পদ্মবিলা ও কুতুবপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আলুকদিয়া ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত অ্যাড. আব্দুল মজিদ ৪ হাজার ২৭৫ ভোট পেয়েছেন। মোমিনপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ২ ৪১ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ২২৫ ভোট পেয়েছেন। পদ্মবিলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম উদ্দিন আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৫৭০ ভোট পেয়েছেন। কুতুবপুর ইউনিয়নে আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৬৩৯ ভোট নিয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৫৪২ ভোট পেয়েছেন।