স্টাফ রিপোর্টার: আগামী ১৫ নভেম্বর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, গতকাল সোমবার সারাদেশের কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৬ নভেম্বর থেকে মহরম মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক ১৫ নভেম্বর পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল।