সাংবাদিককে ধোনির পাল্টা প্রশ্ন

সাংবাদিককে ধোনির পাল্টা প্রশ্ন

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে স্বাগতিক ভারত। ম্যাচ পরবর্তী অবসর নিয়ে ধোনিকে প্রশ্ন করেছিলেন এক অস্ট্রেলীয় সাংবাদিক। আর সেটা শুনেই মাথা ঠাণ্ডা রাখতে পারলেন না ক্যাপ্টেন কুল।

তাই সেই সাংবাদিককেই পাশে বসিয়ে পাল্টা প্রশ্ন করেন তিনি। অস্ট্রেলিয়ার সাংবাদিক স্যামুয়েল ফেরিস প্রশ্ন করেছিলেন, একজন ক্রিকেটার যা পারে তা ভার্চুয়ালি আপনি অর্জন করেছেন। এখন আপনি কি খেলাটা চালিয়ে যাবেন? এরপরই ধোনি প্রশ্নকর্তা ফেরিসকে হেসে বলেনন, আরে, চলে আসুন এখানে, একটু মজা করি।’ ফেরিসকে তার পাশে বসিয়ে ঘাড়ে এক হাত রেখে ধোনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কি চান, আমি অবসরে যাই?’ তখন ফেরিস বলেন, ‘না, মানে আমি শুধু জানতে চাইছিলাম।’ এরপর ধোনি বলেন, আমি তো ভারতীয় কোনও সাংবাদিকের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেছিলাম। আর তাহলে তাকেই জিজ্ঞেস করতাম তার কোনও ভাই, বন্ধু  আছে কি না যে উইকেটকিপার হয়ে ভারতীয় দলে খেলতে পারবে।’ ফেরিসকে দিয়ে নিজের অবসর প্রসঙ্গ নিয়ে উত্তর দিয়ে দেন ধোনি। তিনি ফেরিসের কাছে জানতে চান, আপনার কি মনে হয় আমি আনফিট, আমার দৌড় দেখে তা-ই মনে হয়?’ ফেরিস বলেন ‘না’। ধোনি এবার জানতে চান, আপনার কি মনে হয়, আমি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতো পারবো এ ফিটনেস নিয়ে?’ ফেরিস উত্তর দিলেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই!’ আর তখনই ধোনি বলেন, ‘আপ​নি নিজেই তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। যান গিয়ে বসুন।’