আন্দুলবাড়িয়া এলাকায় বাংলালিংক নেটওয়ার্ক বিড়ম্বনা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় বাংলা লিংক নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছেন না গ্রাহকরা। বিড়ম্বনার শিকার গ্রাহকরা অভিযোগ করেও প্রতিকার পাননি বলে জানিয়ে বলেছেন, র্দীঘদিন যাবত নেটওয়ার্ক বিড়ম্বনার কারণে গ্রাহকসাধারণ অতিষ্ট হয়ে পড়েছেন। অন্যান্য কোম্পানির গ্রাহকগণ নেটওয়ার্ক সুবিধা ভোগ করলেও বাংলালিংক গ্রাহকগণ নেটওয়ার্ক বিড়ম্বনার কারণে সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। আন্দুলবাড়িয়া ইউপি সদস্য ব্যবসায়ী বাংলালিংক গ্রাহক শেখ মাফিজুর রহমানসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কর্তৃপক্ষের নিকট গ্রাহক সেবা নিশ্চিত করার দাবি জানান।