স্টাফ রিপোর্টার: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে গতকাল রোববার পাচারকালে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাফিজুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করা হয়। মাফিজুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাবাতুল মুন্সিপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। উদ্ধার হওয়া তিন শিশু হলো- হাকিমপুর উপজেলার ইটাইবাওনা গ্রামের এনামুল হকের মেয়ে রিয়া মনি (১০) ও তার ছেলে আলিফ রহমান জয় (৬) এবং হাকিমপুর পৌর এলাকার উত্তর বাসুদেবপুর গ্রামের মাহফুজার রহমানের ছেলে মেহেদুল ইসলাম মাহিন (৬)।
উদ্ধার হওয়া শিশুদের পরিবার সূত্রে জানা যায়, রিয়া মনি ও তার ভাই জয় পরিবারের সাথে তাদের নানা বাড়ি হিলির উত্তর বাসুদেরপুর কালীগঞ্জে গত বৃহস্পতিবার বেড়াতে আসে। রবিবার তাদের মামাতো ভাই মাহিমকে নিয়ে হিলি রেল স্টেশনে ট্রেন দেখতে যায়। স্টেশনে পাচারকারী মাফিজুল ইসলাম শিশুদেরকে তাদের পিতার বন্ধু পরিচয় দিয়ে সেখান থেকে রিকশায় সীমান্তের ফকিরপাড়া এলাকায় নিয়ে যায়। এ সময় শিশুরা কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে শিশুদের ফেলে রেখে মাফিজুল স্থানীয় মাদরাসার টয়লেটে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। থানার এসআই নাজমূল হুদা বলেন, ঘটনাটি জানার পর তিনিসহ পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুদেরসহ আটক মাফিজুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়।