মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রবীন চন্দ্র কর্মকার মারা গেছেন। গতকাল রোববার বেলা ১২টার দিকে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি বাবা-মা, ৩ বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের শ্রী নারায়ণ চন্দ্র কর্মকারের ছেলে।
শ্রী রবীন চন্দ্র কর্মকার ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক ও ইন্টারন্যাশনাল পিস ইয়ুথ গ্রুপের ডিরেক্টর। তার মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব ইন্টারন্যাশনাল পিস ইয়ুথ গ্রুপ বাংলাদেশের পিচ অ্যাম্বাসেডর মেহেরপুরের কৃতীসন্তান মো. জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ মেহেরপুর জেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ শোক প্রকাশ করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সম্প্রতি তিনি ব্রেনস্ট্রোক রোগে আক্রান্ত হয়ে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি হন। গত রাত ১০টায় তার লাশ গ্রামের বাড়ি কোমরপুরে পৌঁছে। আজ সোমবার সকাল ৮টায় কোমরপুর শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিকসূত্রে জানা গেছে।