দাবি না মানলে এইচএসসি পরীক্ষা বর্জন করার হুমকি

 

স্টাফ রিপোর্টার: ‘দাবি মানা না হলে আসন্ন এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালন করবেন না শিক্ষকরা। শিক্ষকদের নিয়ে এ ধরনের টালবাহানা মেনে নেয়া হবে না। আগামী ১ এপ্রিল খুলনায় অনুষ্ঠেয় বিভাগীয় সম্মেলনে যোগ দিয়ে আন্দোলন আরও বেগবান করে তোলা হবে। প্রয়োজনে সব স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হবে।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান। তিনি গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন ‘সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, সেই সাথে শিক্ষকদের বেতন অষ্টম পে-স্কেলে দিতে হবে।’

শিক্ষকরা জাতীয় অষ্টম পে-স্কেলে বেতন দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা ফুঁসে উঠেছেন। অবহেলিত শিক্ষক সমাজ বিদ্যালয় ছেড়ে রাজপথে নেমেছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে শিক্ষক নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ, শিক্ষক নেতা রাশিদুল ইসলাম, মনিরুজ্জামান মিঠু, মজিবুল হক, ওসমান গনি, আব্দুল জব্বার, ফজলুল হক মালিক, নাজমুল হক, সাইদ হাসান,  হাসান ইমাম, বেনজির আহমেদ প্রমুখ। অন্যান্যে বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক রিপন আলী ও স্কুল কলেজ মাদরাসার প্রধান সমন্বয়কারী চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ সেলিম। বক্তারা বলেন, আগামী ১ এপ্রিল খুলনায় অনুষ্ঠেয় বিভাগীয় সম্মেলন সফল করতে হবে। এ জন্য প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে তিনজন শিক্ষককে খুলনায় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।