জীবননগর ব্যুরো: জীবননগর বাঁকায় শিক্ষিকাদের দু দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার সকালে পল্লি-কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক সহায়তায় বাঁকা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা প্রকল্পে নিয়োজিত শিক্ষিকাদের দু দিনব্যাপী বিষয় ভিত্তিক মৌলিক এ প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু।
সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সুপারভাইজার রবিউল ইসলাম বকুলের উপস্থাপনায় ও বাঁকা ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও সাংবাদিক সাব্বির আহমেদ। প্রশিক্ষণে বাঁকা ইউনিয়নে নিয়োজিত ২৪ জন শিক্ষিকা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সমৃদ্ধ প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান ও মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিনুল ইসলাম।