চুয়াডাঙ্গার জীববনগরে পালসার মোটরসাইকেলে হাইড্রলিক ব্রেকে বিপত্তি

 

শিশু শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে  প্রাণ হারালেন কাচামাল ব্যবসায়ী

জীবননগর ব্যুরো: কিন্ডারগার্টেনের এক শিশু শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে জীববনগরের কাঁচামাল ব্যবসায়ী মফিজ উদ্দিন নিহত হয়েছেন। তিনি পালসার মোটরসাইকেলের হাইড্রলিকের কড়া ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপড় আছড়ে পড়ে মারাত্মক আহত হন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটার পর যশোর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। নিহত মফিজ উদ্দিন (৪৯) জীবননগর হাসপাতালপাড়ার বাসিন্দা।

জানা গেছে, উপজেলা শহরের হাসপাতালপাড়ার মফিজ উদ্দীন জীবননগর কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি কাঁচামালের আড়তের ব্যবসা পরিচালনা করতেন। কিছুদিন আগে তিনি নতুন একটি পালসার মোটরসাইকেল কিনেছেন। এ মোটরসাইকেলযোগে দুপুরে আড়তে যাওয়ার পথে হাসপাতালের সামনে তিনি দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর ও পরে যশোর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়।