জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পাথিলা কৃষি খামারে ব্লাস্ট রোগে আক্রান্ত ৮৫ একর গমক্ষেত আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে গত বৃহস্পতিবার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজের উপস্থিতিতে এ গমক্ষেত পুড়িয়ে দেয়া হয়।
পাথিলা কৃষি খামারের উপপরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, বীজ উৎপাদনের জন্য খামারে এবার ৮৫ একর জমিতে গমের আবাদ করা হয়। গমের শীষ বের হওয়ার পর এবারই প্রথমবারের মতো গমে ছত্রাকজনিত কারণে ব্লাস্ট রোগে আক্রমণ ঘটে। ইতোপূর্বে গমে এ রোগ দেখা যায়নি। যার ফলে আক্রমণ বুঝে ওঠার আগেই ক্ষেতের সব গম চিটায় পরিণত হয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কৃষি মন্ত্রণালয়কে অবহিত করা হলে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সরেজমিনে এসে আক্রান্ত ক্ষেতগুলো পরিদর্শন করে। পরবর্তীতে এ রোগ যেনো অন্য ক্ষেতগুলো আক্রান্ত করতে না পারে এজন্য কৃষি মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয় রোগে আক্রান্ত ৮৫ একর গমক্ষেত পুড়িয়ে ফেলার। সে মোতাবেক আক্রান্ত গমক্ষেত আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।