ডিঙ্গেদহ সদর উপজেলা জাতীয় পার্টির মতবিনিময়সভায় অ্যাড. সোহরাব

 

দলকে শক্তিশালী করতে হলে নির্বাচনে অংশগ্রহণের কোন বিকল্প নেই

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয় পার্টির মতবিনিময়সভা গতকাল বৃহস্পতিবার বেলা ৪টায় ডিঙ্গেদহ বাজারে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন। তিনি বলেন দলকে শক্তিশালী করতে হলে নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। আগামী ইউপি নির্বাচনে সকল ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী দেয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাপার সাংগাঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, আইন বিষয়ক সম্পাদক সম্পাদক অ্যাড. মসলেম উদ্দিন, প্রচার সম্পাদক স্বপন, জেলা কৃষক পার্টির সভাপতি আব্দুর রউফ বিশ্বাস প্রমুখ। উপজেলা জাপার সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুর উপস্থাপনায় বক্তব্য রাখেন পদ্মবিলার সভাপতি শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক আকবার আলী, শঙ্করচন্দ্র সভাপতি এসএম এহিয়া, সম্পাদক মনির হোসেন শাহ, কুতুবপুর সভাপতি সিরাজুল ইসরাম, সম্পাদক আনোয়ার হোসেন, মোমিনপুর সভাপতি সামসুল ইসলাম, মিজানুর রহমান, বেগমপুর ইউপি সভাপতি আকবার আলি মাষ্টার, সম্পাদক আলম আলী প্রমুখ।