টিপ্পনী

 

খবর:(আলমডাঙ্গা পশুহাসপাতাল ভবনের নিমার্ণকাজে অনিয়ম)

অনিয়মের কী দেখেছেন

এইতো কেবল শুরু,

ওনারা সব একেকজনা

দুর্নীতিবাজ গুরু।

 

নষ্ট গুড়ের তিলেখাজায়

ওরা চালায় ছুরি,

সকল কাজে কেরামতি

হাজার জারিজুরি।

 

টাকায় টাকা চুরি করে

বাকির ওপর বাকি,

ধার কর্জ দেনা দায়ী

ষোলো আনাই ফাঁকি!

_আহাদ আলী মোল্লা