মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় কুচকাওয়াজ মহড়া সম্পন্ন

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা শহরের ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক এবং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠানটি তদারকি করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, এনডিসি মুনিবুর রহমান, জেলা তর্থ্য অফিসার আবুবক্কর সিদ্দিক, সহকারী কমিশনার টুকটুক তালুকদার প্রমুখ।

Leave a comment