টিপ্পনী

 

খবর:(গাংনীতে বখাটেদের হামলায় চিকিৎসক আহত)

এক বখাটে ঘোরে ফেরে

বিদ্যালয়ের গেটে

চিনি শালার মেটে

আরেক বখা ভাবের সাথে

কান্টা বেড়ায় চেটে

 

ওদের জ্বালা কঠিন জ্বালা

দিয়ে বেড়ায় গুঁতো

পয়সা নিতে হামলা করে

পেলেই কোনো ছুঁতো

করলো সমাজ খুতো

 

ফিল ফাজিলের ধাড়ি

বাড়িসনেরে লোকে ধরে

চটকে দেবে নাড়ি

_আহাদ আলী মোল্লা