ইভটিজিঙের প্রতিবাদ : গাংনীতে চার বখাটের হামলায় ডাক্তার আহত

 

গাংনী প্রতিনিধি: ইভটিজিঙের প্রতিবাদ করায় সজিব উদ্দীন স্বাধীন (৩৪) নামের এক চিকিৎসককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে চার বখাটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর গাংনী শহরের সন্ধানী স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্বাধীনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আহত সজিব উদ্দীন স্বাধীন গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের ছমির উদ্দীনের ছেলে এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডা. স্বাধীন পরিবার নিয়ে গাংনী হলপাড়ায় বসবাস করেন। গতকাল বিকেলে তিনি স্ত্রী ও শ্যালিকাকে সাথে নিয়ে সন্ধানী মাঠ এলাকায় হাঁটতে যান। হাটাহাটির এক পর্যায়ে চার যুবক ইভটিজিং করে। ডা. স্বাধীন প্রতিবাদ করলে তার মারমুখি আচরণ করে। এতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। পরে বিষয়টি তার কয়েকজন বন্ধুকে অবগত করেন। বিষয়টির প্রতিবাদ জানাতে তার দুই বন্ধুকে সাথে নিয়ে তিনি আবারো সন্ধানী মাঠ এলাকায় পৌছান। এ সময় ওই চার যুবকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা বাধে। এক পর্যায়ে চার যুবক লাঠি দিয়ে ডা. স্বাধীনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। মাথায় রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার মাথার ক্ষত স্থানে সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা।

এদিকে এ ঘটনায় ডা. স্বাধীনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বিষয়টি পুলিশ অবগত হয়েছে। হামলাকারী ইভটিজারদের গ্রেফতারে চেষ্টা চলছে। ভুক্তভোগীরা মামলা দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।