কর্মকর্তাদের আন্দোলনের প্রতিবাদে ইবি শিক্ষকদের কর্মবিরতি

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তাদের আন্দোলনের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্তক্রমে এ কর্মবিরতি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, সহযোগী অধ্যাপকদের সমান বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তারা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে কর্মকর্তারা প্রশাসন ভবনের নিচে অবস্থান ধর্মঘট, কর্মবিরতিসহ উপাচার্যকে অবরুদ্ধ করার মাধ্যমে আন্দোলন করে আসছিলেন। কর্মকর্তাদের কর্মবিরতির আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে গত ৬ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক সাধারণ সভার মাধ্যমে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনার ব্যাপারে তদন্ত করে এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানান শিক্ষকরা। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তিনঘন্টা কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে শিক্ষকরা একই দাবিতে গত রোববার এবং সোমবার এক ও দু ঘন্টা করে কর্মবিরতি পালন করেন। তবে কর্মবিরতি চলাকালীন সময়ে শিক্ষকরা ক্লাস না নিলেও বিভিন্ন বিভাগের নিয়মিত পরীক্ষাগুলো নিয়েছেন। একই সাথে শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৬ মার্চ পর্যন্ত সময় বেধে দিয়েছেন। এর মধ্যে তাদের দাবি আদায় না হলে আগামী ২৭ মার্চ থেকে শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন বলেও ঘোষনা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমতাজ হোসেন বলেন, কর্মকর্তারা তাদের দাবি আদায়ে আন্দোলনের নামে যা করছেন তা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর একটি দিক। এছাড়া কর্মকর্তারা তাদের আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যে বাজে মন্তব্য করেছে এবং উপাচার্যের কার্যালয়ে উপাচার্যসহ অন্য শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রাখার মতো যে ঘটনা ঘটিয়েছে এর প্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সময় বেঁধে দিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা না দেখলে আগামী ২৭ মার্চ থেকে আমরা পূর্ণদিবস কর্মবিরতিতে যাবো। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের যেন কোনো ক্ষতি না হয় সেবিষয়টি বিবেচনায় রেখে কাজ করা হবে বলে মন্তব্য করেন তিনি।

Leave a comment