ফের আন্দোলনে নামছে বেসরকারি শিক্ষক সমাজ

 

স্টাফ রিপোর্টার: ৮ম পে-স্কেলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন না হওয়ায় ফের আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা। বেশ কয়েকটি সংগঠন ইতোমধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। অন্য সংগঠনগুলো দ্রুত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। শিক্ষক নেতারা বলছেন, সরকার এমপিওভুক্ত শিক্ষকদের সাথে নতুন করে প্রতারণা শুরু করেছে। এটা শিক্ষক সমাজ মেনে নেবে না। তাই আন্দোলন ছাড়া দাবি আদায় হবে না।

এদিকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশে শিক্ষক সমিতিসহ কয়েকটি সংগঠন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নতুন জাতীয় বেতন স্কেলের দাবিতে ২ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে বড় কর্মসূচি হচ্ছে ২৪ মার্চ শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে স্মারকলিপি, ২৭ মার্চ জেলা ও ১-৮ এপ্রিল বিভাগীয় সমাবেশ। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ২০ মে ঢাকায় মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, পে-স্কেল নিয়ে সরকার শিক্ষকদের সাথে টালবাহানা শুরু করেছে। অতীতের মতো এবারও আন্দোলন করে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

গত শনিবার ঢাকার মিরপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি মো. নজরুল ইসলাম রনি  বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে-স্কেল দিতে বিলম্ব করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ৩০ মার্চে মধ্যে নতুন জাতীয় স্কেলে এমপিও না দিলে ১ এপ্রিল থেকে দেশের ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট শুরু করা হবে।

এছাড়া শিক্ষক-কর্মচারী ফ্রন্টভুক্ত সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির এক সভা ১৫ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অষ্টম জাতীয় স্কেলে বেতন না পাওয়া এবং কবে পাওয়া যাবে সে সম্পর্কে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না এলে ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে আসতে বাধ্য হবেন। সভায় সংগঠনটির মহাসচিব এসএম আবদুল জলিল স্বেচ্ছায় পদত্যাগ করায় যুগ্মমহাসচিব-১ মহসীন রেজাকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়। পরে ২০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে বলেছে, সরকারি চাকরিজীবীদের মতেই শিক্ষক-কর্মচারীরা জুলাই থেকে নতুন স্কেলে এমপিও পাবেন। ইতোমধ্যে সরকারি চাকরিজীবীরা বকেয়া এবং নতুন স্কেলে বেতন পেয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীরা কোনোটিই পাননি। এ নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতেও পারছেন না। তিনি আরো জারান, আমরা চুয়াডাঙ্গার সর্বস্তরের শিক্ষক সমাজ কেন্দ্রীয় কর্মসূচির দিকে তাকিয়ে আছি। কেন্দ্রঘোষিত যেকোনো সংগঠনের কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা আর ঘরে ফিরবেন না।

Leave a comment