প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ভি.জে স্কুল চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ১৫৭ রানে চুয়াডাঙ্গা একাডেমিকে হারিয়ে চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাটিং করে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ২৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে পিয়াস ৭৫ ও আকিব ৫৩ রান সংগ্রহ করে।

জবাবে চুয়াডাঙ্গা একাডেমি ১১০ রানে অলআউট হয়। চুয়াডাঙ্গা একাডেমির পক্ষে আশিকুজ্জামান বাবু ২৫ রানে ৪ উইকেট দখল করে। প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস  ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা দু দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, তোমাদের মতো উদীয়মান তরুণ ক্রিকেটারদের মধ্য থেকেই মুস্তাফিজ, তাসকিন, মাশরাফিরা বেরিয়ে আসবে। তবে মাদকসহ সামাজিক অনাচার থেকে দূরে থেকে নিয়মিত ক্রিকেট অনুশীলন করতে হবে। একই সাথে নিয়মিত পড়া-লেখা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদুল কদর জোয়ার্দ্দার, বিসিবি’র নিয়োগপ্রাপ্ত ক্রিকেট কোচ জেহাদ-ই-জুলফিক্কার টুটুল, আম্পায়ার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, রিপন আলী, শিমুল, জেলা ক্রীড়া সংস্থার নিবার্হী সদস্য হাফিজুর রহমান হাপু, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুর রহমান, আজাদুর রহমান আজাদ, আশীশ কুমার সাহা, চুয়াডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক ফিরোজ উদ্দীন, জামাল উদ্দীন প্রমুখ। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন। এছাড়া তরুণ উদীয়মান ক্রিকেটারদের উৎসাহিত করতে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত ক্রিকেটার পিয়াস (৭৫ রান ও ২ উইকেট), সর্বোচ্চ উইকেট শিকারি চুয়াডাঙ্গা একাডেমির বাবু (৪ উইকেট) ও আকিবকে প্রাইজমানি ও শো-পিচ উপহার দেয়া হয়।

Leave a comment