স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তালতলায় মোটরসাইকেলের ধাক্কায় মধ্যবয়সী নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর মৃতদেহ তার নিজ বাড়ি তালতলা পশুহাটপাড়ায় নেয়ার পর উত্তেজিত ক্ষুব্ধ জনতা মোটরসাইকেল চালক তালতলা কুটিপাড়ার লিটনসহ তার দুই ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাড়ির নারী-শিশু সদস্যরা পালিয়ে রক্ষা পায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকা তালতলা পশুহাটপাড়ার এলেম আলী মণ্ডলের স্ত্রী রেনু খাতুন (৫০) তার মেয়ে কল্পনার বাড়ি একই গ্রামের কুটিপাড়ায় বেড়াতে যান। সেখান থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পায়ে হেঁটে নিজের বাড়ি পশুহাটপাড়ায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। আছড়ে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন রেনু খাতুন। তাকে উদ্ধার করে দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া শুরু হতে না হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রেনু খাতুন। মৃতদেহ নেয়া হয় নিজ বাড়ি। এরপরই অভিযোগ ওঠে মোটরসাইকেলচালক কুটিপাড়ার লিটন দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। তার মোটরসাইকেলের ধাক্কায় রেনু খাতুন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের বহির্প্রকাশ ঘটতে থাকে। এক পর্যায়ে তারা বরকত আলীর ছেলে লিটন ও তার ভাই টোকন মিস্ত্রির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় টোকন মিস্ত্রির স্ত্রীসহ পরিবারের সদস্যরা দ্রুত সরে পড়ে রক্ষা পান। বাড়ির তিনটি রান্নাঘর, গোয়ালঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে রেনু খাতুনের দাফন সম্পন্ন করা হবে।