খবর: (মেহেরপুরে শিশুর শরীরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন)
সব জাগাতেই ভেজাল মানুষ
ভেজাল লোকের বাস,
ওদের কেবল পোয়া বারো
যায় জনতার বাঁশ।
আমরা নাকি কুমির আনি
সদায় কেটে খাল,
আকাম কুকাম করে যারা
তুলতে হবে খাল।
মুখে ওদের ফুটানি খুব
আদোতে নেই বেল,
কায়দা করে লোকের মাথায়
ভাঙছে ওরা বেল!