জীবননরে খোলা বাজারে চাল বিক্রি

 

জীবননর ব্যুরো: জীবননগরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের অধীনে উপজেলা সদরে ও এমএস ডিলারসহ ৬টি স্থানে মাথাপিছু সর্ব্বোচ্চ ৫ কেজি পরিমাণ চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ উপজেলার এমএস ডিলারসহ ৬টি স্থানে এ চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা শহীদুল্লাহ, একটি বাড়ি একটি খামার সমন্বয়কারী আব্দুস সাত্তার, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা ও উপজেলা বিদ্যালয় পরিদর্শক সৌয়দ আব্দুল জব্বার প্রমুখ। এমএস ডিলার ও চাল প্রাপ্তির স্থানসমূহ হলো- ১.এমএস ডিলার- মো. মিলন, জীবননর বাসস্ট্যান্ড, ২.এমএস ডিলার- মো. আতিয়ার রহমান, জীবননগর চাল বাজার, ৩.এমএস ডিলার- মো. ফারুকুজ্জামান, মুক্তিযোদ্ধা অফিস, ৪.এমএস ডিলার- মো.জাহিদুল ইসলাম, নারায়ণপুর মোড়, ৫.এমএস ডিলার- আব্দুস সালাম, প্রাণিসম্পদ অফিসের সম্মুখে এবং ৬.এমএস ডিলার- শরিফুল ইসলাম, আধুনিক সিনেমা হলের সম্মুখে। এই ৬টি স্থানে শনিবার ব্যতীত সপ্তায় ৬ দিন ১৫ টাকা কেজি দরে মাথাপিছু সর্ব্বোচ্চ ৫ কেজি পরিমাণ চাল কেনা যাবে।