খবর: (সরিয়ে দেয়া হতে পারে গভর্নর আতিউরকে)
টাকার কাড়ি হচ্ছে পাচার
তাতে চাচার কী,
তিনি বলেন আমিতো সেই
আমিই রয়েছি!
বিদেশে যায় টাকার কাড়ি
তাতে লোকের গাড়িবাড়ি
আমরা তো খুব গরিব মানুষ
সদায় থাকি ক্ষুধার্ত;
দেশের টাকায় জুয়া চলে
হুক্কা এবং হুয়া চলে
আমার কেবল খিদের জ্বালা
সয় না পেটে ক্ষুধা আরতো।
_আহাদ আলী মোল্লা।