অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল

 

বাংলাদেশ ক্রিকেট দল অবশ্যই অভিবাদন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। একের পর এক সফলতায় এখন অবাক দৃষ্টিতে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

হিমালয়ের পাদদেশে হিমাচলে টি-টোয়েন্টি বাছাই পর্বে শীর্ষ দশে স্থান পাওয়ার লড়াইয়ে বাংলাদেশের সফলতা গর্বের। উচ্চতা, ঠাণ্ডা ও বৃষ্টির বাধা শক্ত হাতে ঠেলে সরিয়েছে, এর মাঝে দলের গুরুত্বপূর্ণ দু বোলারের ওপর আইসিসির আকস্মিক ফরমান হিমালয়তুল্য মানসিক চাপ বাড়িয়েছে। এসবেও ঠেকানো যায়নি বাংলাদেশ ক্রিকেটদলকে।

চূড়ান্ত পর্ব ঘিরে ইতোমধ্যেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তান ক্রিকেট দলের কপালে। কারণ সদ্য সম্পন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপে পরাজয়ের ক্ষত শুকনোর আগেই আগামীকাল বুধবার আবার বাংলাদেশের মুখোমুখি হতে হবে তাদের। নিজেদের এই ভয়ের কথা অকপটে স্বীকারও করেছেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। আগের পর পর কয়েকটি ধবলধোলাই কিংবা এশিয়া কাপের পারফরম্যান্সের বিষয়টি যদি নাও ধরা হয়, শুধু সর্বশেষ ওমানের বিরুদ্ধে বাংলাদেশের খেলাটাই সামনে মেলে ধরা হয় তাহলেও কি অন্যদের চমকানোর কারণ নয়।

দেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে তামিম ইকবাল টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। অসাধারণ বোলিং-এর মাধ্যমে নিজেকে ফিরিয়ে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব-আল হাসান। সন্দেহ নেই মুস্তাফিজ ও তাসকিনের মতো নবীনরা অসাধারণ অবদান রেখে চলেছেন। মাশরাফি বিন মর্তুজার জাদুকরি নেতৃত্বের প্রশংসাও এখন বিশ্বব্যাপী।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন, অভিবাদন। শিরোপা জয় করার সামর্থ্য এখন আর অস্বচ্ছ্ব নয়। দেশবাসী তোমাদের শুভ কামনায়।