কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার শিয়া সম্প্রদায়ের এক হোমিও চিকিৎসককে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তার নাম আব্দুর রাজ্জাক (৪৫)। কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে তার বাড়ি বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকার খোমেনি হোমিও হল নামক তার ওষুধের দোকান থেকে গত রাত ১০টার দিকে বাসায় যাচ্ছিলেন। এ সময় তিনি গান্না নামক এলাকায় যাওয়ার পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে কালীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি শিয়া সম্প্রদায়ের লোক বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জড়িতদের গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।