ঝিনাইদহের বৈডাঙ্গা আখড়াপড়ায় র‌্যাব’র মাদকবিরোধী সফল অভিযান ১৬ কেজি গাঁজা উদ্ধার : ২ মহিলাসহ পাকড়াও ৩

স্টা রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা আখড়াপাড়া গ্রাম থেকে র্যাব ২ মহিলাসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে। তাদের বাড়ি থেকে সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র্যাব -৬’র ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৈডাঙ্গা আখড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে সহিদুল ইসলামের বাড়ি থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় শহিদুল ইসলাম ও তার স্ত্রী আনজিরা খাতুনকে আটক করে। পাশের বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ফাতেমা খাতুনকে আটক করে। তারা মাদকব্যবসার সাথে জড়িত বলে র্যাব কর্মকর্তা জানান। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

Leave a comment