মেহেরপুর অফিস: খান ফাউন্ডেশনের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গঠিত মেহেরপুর সদর উপজেলা ফোরামের উদ্যোগে সম্প্রতি টর্নেডোর আঘাতে আমঝুপি ইউনিয়নের তিন গ্রামের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা মেহেরপুর জেলা প্রশাসককে প্রদান করা হয়েছে।
গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনকে তার কার্যালয়ে ওই তালিকা প্রদান করা হয়। জেলা প্রশাসক তালিকা গ্রহণ করেন ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা ফোরামের উপদেষ্টা সদস্য সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, অ্যাড. নাজমুন নাহার খানম, ফোরামের সভাপতি কুতুবপুর ইউপি সদস্য দিলরুবা খাতুন, ইউপি সদস্য ফাতেমা খাতুন, শরিফা খাতুন, ফাহিমা খাতুন, সেলিনা খাতুন, ফিরোজা খাতুন, সদস্য রোজিনা খাতুন, শাহাদুল ইসলাম, খান ফাউন্ডেশন মেহেরপুরের ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন, ফিল্ড প্রোগাম অফিসার মীর দানীয়েল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল, দীঘিরপাড়া ও ঝাউবাড়িয়া গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে ওই তিন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।