চুয়াডাঙ্গার বোয়ালমারিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

চুয়াডাঙ্গার বোয়ালমারিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক একেএম মাহবুবুর রহমান জোয়ার্দ্দারের বাড়িতে অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে বোয়ালমারি জান্নাতুল ফেরদৌস মহিলা মাদরাসার ২৫ শিশুছাত্রী, গ্রামের ২০ মহিলা ও ১৫ জন পুরুষ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদফতরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মাহমুদা খাতুন। সহযোগিতায় ছিলেন মোমিনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) ডা. তোফাজ্জেল হোসেন, পরিদর্শিকা তাসলিমা খাতুন, বোয়ালমারি গ্রামের পরিবার কল্যাণ সহকারী উম্মুল ওয়ারা এবং সাবেক পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজেদুর রহমান মোক্তার। সার্বিক তত্ত্বাবধান করেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক রেজাউল করিম। প্রেস বিজ্ঞপ্তি।