স্টাফ রিপোর্টার: শক্তির আরাধনায় মাতলো সবাই। আলোর মালায় সেজেছিলো চুয়াডাঙ্গা শহর। দীপাবলি মানেই আলোর উত্সব। দীপাবলির আলোর ছটায় শহর শুধু রঙিনই হয়নি কোথাও কোথাও সাউন্ড বক্সে বেজেছে গান। চলেছে আতশবাজি। ধুমধামের সাথেই হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করলো আলোর উৎসব দীপাবলি। চুয়াডাঙ্গা শহরের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে জ্বালানো হয় মঙ্গল প্রদীপ।
অনেক বাড়ি ও দোকানে করা হয় আলোকসজ্জা। গতকাল রোববার দীপাবলি উদযাপন অনুষ্ঠান শুধু চুয়াডাঙ্গাতেই নয় জেলার উপজেলা শহর ছাড়াও বিভিন্ন স্থানে উদযাপিত হয় বলে সূত্র জানায়।