গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। গতকাল রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পণ্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনীর কাথুলী মোড়ে তুহিন কম্পিউটারে নীল ছবি সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর খালি পাত্র রাখার দায়ে বিউটি পার্লার থেকে দুই হাজার ৫শ টাকা, গাড়াডোব বাজারের মিলন স্টোর থেকে ৩শ টাকা ও কামাল কম্পিউটার্স থেকে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার টাকা সাথে সাথেই আদায় করা হয়।