মেহেরপুর মুজিবনগরে হত্যামামলার আসামি আটক

 

মুজিবনগর প্রতিনিধি: হত্যামামলার আসামি শাহাবুদ্দিনকে (৪৫) আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল রোববার মুজিবনগর থানা পুলিশের এসআই তাহের উপজেলার মহাজনপুর বাজার থেকে তাকে আটক করে থানায় নেন। শাহাবুদ্দিন মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের সাবেক মেম্বার ওমর আলী হত্যামামলার আসামি। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানার এসআই আবু তাহেরের নেতৃত্বে পুলিশ সকালে মহাজনপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের নাজিমুদ্দিনের ছেলে শাহাবুদ্দিনকে আটক করে থানায় নেয়া হয়।