জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে। গতকাল রোববার ভারতে তিল পাচারকালে দুজনকে আটক কর হয়। এ সময় বিজিবি তিল পাচারকাজে ব্যবহৃত আলমসাধুটিও জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জীবননগর বাজার থেকে তিল কিনে ভারতে পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে সুবলপুর রোডে অভিযান চালান। এ সময় ৩৮২ কেজি তিলসহ দুজনকে আটক করা হয়। সেই সাথে পাচারকাজে ব্যবহৃত আলমসাধুটিও জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে যাদবপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে আক্তারুজ্জামান (২৪) ও গোয়ালপাড়া গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে মোজাম (২৫)।