মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় নয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজেউন)। গতকাল রোববার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, দু ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় নয়াপাড়া গ্রামের মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বদিউজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস ছাত্তার, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল প্রমুখ।