প্লান অনূর্ধ-১৫ বালিকা ফুটবলের আঞ্চলিক চূড়ান্তপর্ব শেষে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: প্লান অনূর্ধ-১৫ বালিকা ফুটবলে ভৈরব অঞ্চলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর জেলা দল। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে যশোর ২-০ চুয়াডাঙ্গা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার দু মিনিটের মাথায় যশোর জেলা দলের ৬ নং জার্সিধারী খেলোয়াড় অন্যনা গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়। তবে প্রথমার্ধের বাকি সময়টুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলে চুয়াডাঙ্গা গোল ব্যবধান বাড়াতে দেয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে যশোর জেলা দলের ১৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় লাবণী আবারও গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়ে চুয়াডাঙ্গা জেলা দলকে ব্যাকফুটে পাঠিয়ে দেয়। ফলে যশোর জেলা দল ভৈরব অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে এবং স্বাগতিক চুয়াডাঙ্গা দলকে রানারআপ হয়েই সন্তুষ্টু থাকতে হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকরা ছিলেন উপেক্ষিত। মাঠে যেমন তাদের বসার জন্য ছিলো না আলাদা কোনো আসন, তেমনি মাঠে আসা রেডক্রিসেন্ট ও দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিম পুরস্কারের জন্য মনোনীত হলেও সাংবাদিকদের নাম ঘোষণা করা হয়নি। অথচ চুয়াডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা টুর্নামেন্টের শুরু থেকে প্রচার-প্রচারাণাসহ প্রতিদিন নিউজ কাভারেজ করেছেন। এ ব্যাপারে মাঠে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি জহুরুল হক সুমন বলেন, প্রয়োজনীয় অর্থসহ সমস্ত দায়িত্ব চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থাকে বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি উপস্থিত থেকে সমস্ত কিছু করেছেন। এ রশি টানাটানিতে সাংবাদিকরা ছিলেন উপেক্ষিত। বিষয়টি জেনে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন, পরবর্তীতে এ বিষয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাংবাদিক আজাদ মালিতা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ ক্রীড়া সংগঠক নইম হাসান জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য বদর খান, হুমায়ুন কবীর মালিক, সাইদুর রহমান মালিক, সালাউদ্দীন মো. মর্তূজা ওবাইদুল হক জোয়ার্দ্দার, সরোয়ার হোসেন মধু, শহিদুল কদর জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু, জুলফিক্কার টুটুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, নির্বাহী সদস্য সুলতানারা রত্না, নুরুন্নাহার কাকুলী, প্রাক্তন ফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু, মোহাম্মদ আলী, আ. সালাম, সাফয়েতুল ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মতিয়ার রহমান।