মাথাভাঙ্গা মনিটর: গোল করেই চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটেই গোলের সূচনা করেন পর্তুগিজ তারকা। ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচের পাস থেকে গোলটি করেন তিনি। আর এ গোলের মধ্যদিয়ে ক্যারিয়ারে মরসুমের শুরুতে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়লেন রোনালদো। ১৯মত গোলটি এলো ১৫টি ম্যাচ থেকে। গত মরসুমে প্রথম ১৫টি প্রতিযোগিতামুলক ম্যাচে ১৮ গোল করেছিলেন তিনি। রোনালদোর এ কীর্তির পর ৩১ মিনিটে গ্যারেথ বেলের ক্রসে হেড করে ব্যবধান বাড়ান করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের শুরুতে বেলের পাস থেকে আবার গোল করে ব্যবধান ৩-০ করেন রোনালদো। ১৩ গোল করা রোনালদো এখন লা রিগার সর্বোচ্চ গোলদাতা। এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকোর দিয়েগো কস্তা। তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল ৮টি। তিন গোলে পিছিয়ে থেকেও খেলায় ফিরে আসে ভায়েকানো। দুই মিনিটের ব্যবধানে (৫৩ ও ৫৫ মিনিটে) মিডফিল্ডার জোনাথন ভিয়েরার সফল দুটি পেনাল্টিতে খেলায় উত্তেজনা ফেরে। শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন ঘটেনি। হাসিমুখেই মাঠ ছাড়ে স্পেনের সফলতম দলটি।