গাংনীর গাড়াডোবে ফুটবল টুর্নামেন্টে গোপালনগর একাদশ জয়ী

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব কাজলা ক্রীড়াচক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় গোপালনগর ফুটবল একাদশ জয়লাভ করে। গতকাল রোববার বিকেলে গাড়াডোব ফুটবলমাঠে অনুষ্ঠিত এ খেলায় ১-০ গোলে বন্ধু চুলাকে পরাজিত করে সেমিফাইনালে উর্ত্তীর্ণ হয়েছে গোপালনগর একাদশ। হাজারো দর্শকের উপস্থিতিতে এ খেলার ৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় গোপালনগর একাদশ। পরের সময়টুকু গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বন্ধু চুলা একাদশ। খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নান্দনিক ফুটবল খেলেও গোল পেতে ব্যর্থ হয় বন্ধু চুলার খেলোয়াড়রা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শাহজাহান আলী। আগামী শুক্র ও শনিবার দুটি সেমিফাইনাল এবং মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাজলা ক্রীড়াচক্রের ক্রীড়াবিষয়ক সম্পাদক আজিজুল হক। সেমিফাইনালে আমঝুপি একাদশ, গোপালনগর একাদশ, মেহেরপুর এফসিবি একাদশ ও খোকসা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে।