মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর গোল্ডকাপ টুর্নামেন্টে মুজিবনগর উপজেলার শিবপুর সমাজকল্যাণ ক্লাব জয়লাভ করেছে। গতকাল রোববার পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় শিবপুর সমাজকল্যাণ ক্লাব ২-০ গোলে সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সন্ধ্যা ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের জহুরুল খেলার প্রথমার্ধে একটি ও সোহাগ দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করেন। খেলা পরিচালনা করেন আব্দুল কায়েম। সহযোগিতা করেন ওয়াহিদ ও টিটু। ধারাভাষ্য দেন রমজান আলী।