স্টাফ রিপোর্টার: দু প্রান্তের মানুষ দুজন। একজনের কর্মক্ষেত্র তথ্যপ্রযুক্তি, আরেকজনের অভিনয়। কিন্তু দুজনেই দেশের মানুষের কাছে সুপরিচিত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাথে গতকাল হঠাতই দেখা হয়ে গেল বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের তারকাকথন অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় চ্যানেল আইয়ের বারান্দাতেই মৌসুমীর দেখা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের সাথে। মৌসুমীর জন্মদিনের বিষয়টি জানতে পেরে তাত্ক্ষণিকভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান জয়। এ প্রসঙ্গে মৌসুমী জানিয়েছেন, চ্যানেল আইতে এসেছিলাম জন্মদিন উপলক্ষে তারকাকথন অনুষ্ঠানে অংশ নিতে। এরপর অনুষ্ঠান শেষে বের হয়ে যাওয়ার পথে তার (সজীব ওয়াজেদ জয়) সাথে আমার দেখা হয়। তিনি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে সবার দোয়া চাই। শুধু আমার জন্য নয়, স্বামী ওমর সানি এবং আমার দু সন্তানের জন্যও সবাই দোয়া করবেন। উল্লেখ্য, ৩ নভেম্বর বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর জন্মদিন। অভিনয়ের স্বীকৃতির পাশাপাশি মৌসুমী সম্প্রতি জাতিসংঘের শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন।