ভ্রাম্যমাণ প্রতিনিধি: কার্পাসডাঙ্গা ইউপি মেম্বার মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। গত শুক্রবার রাতে তিনি মারা যান। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরামডাঙ্গা গ্রামের মৃত হারেজ মল্লিকের ছেলে মোহাম্মদ আলী ওরফে আলী আহাম্মদ (৬০) গত শুক্রবার রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। তাকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরামডাঙ্গা কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। জনপ্রিয় মেম্বার মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল নামে। তার জানাজায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, বিএনপি নেতা খাজা আবুল হাসনাত, জহুরুল ইসলাম, মোকারম হোসেন, আবু সাইদ বিশ্বাস, আশরাফুল হক, আব্দুল ওয়াহেদ প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় সকল ওয়ার্ডের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।